রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:০১ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় “সবার সাথে ঐক্য গড়ি’ নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস পালন হয়েছে। সেই সাথে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আউয়াল ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান।
সভায় বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সময়ই নারীদের ঘরে থাকার দিন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। নারী-পুরুষের অংশগ্রহণে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে পদক তুলে দেওয়া হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জয়িতা হলেন, উপজেলার ফতেপুর ইউপি দেয়াড় খোলসি গ্রামের সালমা খাতুন উপজেলা ও জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ফুরশেদপুর গ্রামের আনজিয়া বেগম নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। এছাড়াও মাধবপুর গ্রামের কারিমা বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা। আর নাচোল সদর ইউনিয়নের খেসবা গ্রামের শুকতারা খাতুন শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা।
নাচোল পৌরসভার ইসলামপুর মহল্লার জামিলা বেগমকে সফল জননী হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে। রা/অ