শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘দূর্নীতির বিরুদ্ধে ঔক্যবদ্ধ বিশ্ব’ এই স্লোগানে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২২ পালন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার ৯ ডিসেম্বর দিবসের কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে হাসপাতাল সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য দেন, নাচোল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল। এসময় তিনি বলেন, সমাজে সর্বস্তরে প্রবাহমান একটি শক্তিশালী দূর্নীতি বিরোধী সংস্কৃতির চর্চা ও এর প্রসার সুনিশ্চিত করার রুপকল্প নিয়ে দূর্নীতি দমন কমিশন কাজ করছে। পাশাপাশি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি দূর্নীতির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে উপজেলা প্রশাসন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন- ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের তথ্য দূর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রের হট লাইন ১০৬ নম্বরে ফ্রি কল করে সবাইকে জানানোর আহ্বান করেন তিনি। রা/অ