শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৫ am
ডেস্ক রির্পোট : রংপুর সিটি করপোরেশনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১০৬ সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন জাতীয় পার্টির জেলা, মহানগর, কেন্দ্রীয় কমিটির নেতারা।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
তিনি জানান, রোববার রাতে রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এ কমিটি অনুমোদন করেন। এতে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে আহবায়ক এবং মহানগর কমিটির সদস্য মোস্তফার ছোট ভাই আনিছুর রহমান আনিছকে সদস্য সচিব করা হয়।
এছাড়া জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলামসহ জাতীয় পার্টির জেলা ও মহানগর এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮ জন সিনিয়র নেতাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে ৬ জনের নাম উল্লেখপূর্বক দলের মহানগর শাখার ৩৩টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদাধিকার বলে এ কমিটির সদস্য হিসেবেও ঘোষণা দেওয়া হয়।
এছাড়াও আইন উপকমিটিতে দলের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ৩ জন, অর্থ উপকমিটিতে ২ জন, প্রচার উপকমিটিতে ৬ জন ও মিডিয়া উপকমিটিতে ৩ জনের নাম চূড়ান্ত করা হয়।
এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে মেয়র প্রার্থী নির্বাচনের অনেক আগেই ঘোষণা করায় আমরা ব্যাপক প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছি। এরই মধ্যে সেন্টার কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটিও গঠিত হলো। আমাদের ওয়ার্ড পর্যায়ের শক্তিশালী কমিটি রয়েছে। এছাড়া মহানগরের প্রতিটি অঙ্গসংগঠনের সক্রিয় কমিটি রয়েছে। নগরবাসীর ভালোবাসার ভোটে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করবেন। পুনরায় তিনি মেয়রের আসনে বসবেন বলে আমরা শতভাগ আশাবাদী।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনের প্রচার-প্রচারণা। সূত্র : যুগান্তর