মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১৬ am

সংবাদ শিরোনাম ::
তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির
সারের কৃত্রিম সংকটে আলুর আবাদে খরচ বেড়ে দ্বিগুণ, অসহায় কৃষক

সারের কৃত্রিম সংকটে আলুর আবাদে খরচ বেড়ে দ্বিগুণ, অসহায় কৃষক

ডেস্ক রির্পোট : আলুর ভরা আবাদ মৌসুমে রাজশাহীসহ উত্তরের জেলা ও উপজেলাগুলোয় দেখা দিয়েছে সার সংকট। তবে কৃষক বলছেন, এই সংকট কৃত্রিম। কারণ, খোলাবাজারে সার পাওয়া যাচ্ছে। দাম সরকার নির্ধারিত দামের দ্বিগুণ। অন্যদিকে, সরকার অনুমোদিত ডিলারদের কাছে সার মিলছে না। কৃষক আরও বলছেন, কার্যকর মনিটরিং ব্যবস্থা না থাকায় সরকারিভাবে বরাদ্দ করা সিংহভাগ সার কালোবাজারে চলে যাচ্ছে। কালোবাজার সিন্ডিকেটের মাধ্যমে এসব সার ছড়িয়ে যাচ্ছে গ্রাম-জনপদে। বেশি লাভের আশায় মুদির দোকান গ্রামের যেকোন মোড়েও সার বিক্রি করছেন। উত্তরের আলু আবাদের প্রধান এলাকা রাজশাহীর সব উপজেলাসহ, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে সারের তীব্র সংকট চলছে। আলু আবাদে ব্যস্ত কৃষকও বেশি দামে সার কিনতে গিয়ে পুঁজি খোয়াচ্ছেন। অনেকেই আলু আবাদের পরিকল্পনা বাদ দিচ্ছেন।

রাজশাহীতে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, আলু আবাদে অতি প্রয়োজনীয় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সারের চাহিদা বেশি। এ কারণে সরকার নির্ধারিত ১১শ টাকার টিএসপি কৃষককে কিনতে হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকয় ৫০ কেজির বস্তা। একইভাবে ৫০ কেজির এক বস্তা এমওপি (পটাশ) কৃষক কিনছেন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। যদিও এক বস্তা এমওপির সরকারি দাম ৭৫০ টাকা। দানাদার ডিএপি সারের দামও বেশি বাজারে।

রাজশাহীর তানোর উপজেলার জিওল-চাঁদপুর গ্রামের আলুচাষি ওমর হাজী জানান, সারের চড়া দামের কারণে আলু আবাদের খরচ বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে। জমিতে আলু বীজ রোপণ থেকে গাছ বড় না হওয়া পর্যন্ত কয়েক দফা সার দিতে হয়। এবার জমি ভাড়া ও সেচের খরচও বেড়েছে। সেইসঙ্গে সারের দামও দ্বিগুণ। সার কম দিলে ফলন কম হয়। ফলে কৃষক হন্যে হয়ে সার সংগ্রহ করছেন। এলাকার কোনো ডিলারের দোকানে সার নেই। তাই খোলাবাজার থেকেই অধিকাংশ কৃষক এমওপি, টিএসপি ও ডিএপি সংগ্রহ করছেন দ্বিগুণ দামে।

জানা যায়, রাজশাহী অঞ্চলে কার্ডিনাল, ডায়মন্ড ও অ্যাস্টেরিক প্রভৃতি হাইব্রিড জাতের আলু আবাদ হয় বেশি। চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৩৬ হাজার ৮৩৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ জমি থেকে ১০ লাখ ৭৬ হাজার ১২৭ মেট্রিক টন আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। উত্তরের বগুড়া জেলায় দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ৫৮ হাজার ৬৭৮ হেক্টর জমিতে আলুর আবাদ হচ্ছে। এই পরিমাণ জমিতে ১৪ লাখ ৫৬০ মেট্রিক টন আলু পাওয়ার আশা করা হচ্ছে। কিন্তু রাজশাহীর মতো বগুড়া অঞ্চলেও সার সংকটে আলু আবাদে কৃষকের খরচ বেড়েছে। একই কথা জানান জেলার মোহনপুর উপজেলার মৌগাছি এলাকার আলুচাষি মোস্তাকিম আলি।

ডিলার সমিতি সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের কৃষকের জন্য সার সরবরাহ আসে যশোরের নওয়াপাড়া নৌবন্দর থেকে। অভিযোগ রয়েছে, অনেক ডিলার বরাদ্দপত্র পাওয়ার পর সার উত্তোলন করেন না। তারা বেশি দামের আশায় বরাদ্দপত্র বিক্রি করে দিয়ে আসেন। এসব সারই কালোবাজার সিন্ডিকেটের হাত ধরে গ্রামগঞ্জের হাটবাজারে খুচরা সার বিক্রেতাদের দোকানে চলে যায়।

এদিকে রাজশাহীসহ উত্তরাঞ্চলজুড়ে আমন কাটা মাড়াই শেষ হওয়ায় সেসব জমিতে শুরু হয়েছে আলু আবাদের ধুম। অধিকাংশ জমি আলু আবাদের জন্য তৈরি হয়ে গেছে। চলতি মাসের শেষ নাগাদ আলু বীজ রোপণের কাজ শেষ হবে, আশা কৃষি কর্মকর্তাদের। রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দও গ্রামের আলুচাষি রাকিব হোসেন বলেন, জেলার অধিকাংশ এলাকায় আলুর জমি তৈরি হয়েছে। কোথাও কোথাও বীজ রোপণের কাজ চলছে। তবে সার সংকটের কারণে আবাদ পেছাচ্ছে বড় চাষিরা। এলাকার কোনো ডিলারের কাছে সার নেই। খোলাবাজার থেকে দ্বিগুণ দামে সার কিনে জমিতে দিতে হচ্ছে। ফলে আলু আবাদের খরচ এবার দ্বিগুণ হয়েছে। অনেক চাষি জমি তৈরি করলেও সার না পাওয়ায় আলু আবাদ বাদ দিচ্ছেন।

রাজশাহীর পবার বড়গাছি গ্রামের আলুচাষি নওফেল হোসেন বলেন, গত বছর ৫০ বিঘা জমিতে আলু চাষ করেছি, এবার সারের দাম অনেক। বিশেষ করে পটাশ পাওয়া যাচ্ছে না। কৃষি কর্মকর্তারা প্রতি বিঘা আলুতে ৪০ কেজি পটাশ দিতে বলছেন। কিন্তু আমরা অভিজ্ঞতায় দেখেছি বিঘায় কমপক্ষে ১০০ কেজি পটাশ না দিলে আলুর ভালো ফলন হয় না। পটাশের ৫০ কেজির বস্তার দাম ১ হাজার ৫০০ টাকা। বেশি টাকা দিয়েও সার মিলছে না।

জেলার বাগমারার ভটখালি গ্রামের চাষি নজরুল ইসলাম জানান, শুধু সারের দ্বিগুণ দামের কারণে আলু আবাদের খরচও দ্বিগুণ হয়ে গেছে। তিনি বলেন, তিন বছর আগে এক বিঘায় সার বীজ জমি ভাড়া ও শ্রমিক মিলে আলু আবাদে ২৭ হাজার টাকা খরচ হতো। গত বছর এক বিঘায় খরচ করেছি ৫৪ হাজার টাকা। এবার খরচ হচ্ছে আরও বেশি। এছাড়া ভাড়ার খরচও বেড়েছে। এত খরচ মিটিয়ে আলু আবাদ করে দিনশেষে লাভের মুখ দেখতে পাচ্ছি না।

এদিকে সার সংকট ও উচ্চমূল্য সম্পর্কে রাজশাহী সার ডিলার সমিতির সভাপতি রবিউল ইসলাম বলেন, চলতি মাসে আমরা ৩ হাজার টন টিএসপি ও সমপরিমাণ পটাশ পেয়েছি। সার সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও সারের সংকট হওয়ার কথা নয়। তিনি বলেন, সমস্যা হয়েছে-কৃষক বেশি ফলনের আশায় জমিতে অতিরিক্ত সার ব্যবহার করছেন। এ কারণেই সারের সংকট হচ্ছে। একই কথা বলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজহার হোসেন। এই কৃষি কর্মকর্তা আরও বলেন, এক বিঘা আলুর জমিতে কাম্য পরিমাণ সার দিতে বলছি আমরা। কিন্তু কৃষক দিচ্ছেন দ্বিগুণ পরিমাণে। ফলে সারের কমতি পড়ছে। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.