রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৬ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
দেশবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রির্পোট : অনেক উন্নত দেশ অর্থনৈতিকভাবে হিমশিম খেলেও বাংলাদেশের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনও ধরনের অপপ্রচারে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘কিছু কথা ব্যাপকভাবে প্রচার হচ্ছে নানাভাবে। অনেকেই বিভ্রান্ত হতে পারেন। সেখানে আমি বলবো যে বিভ্রান্ত হওয়ার মতো কিছু নেই।’

সোমবার (৫ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্স, ডিএসসিএসসি ন্যাশনাল ডিফেন্সে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে কোভিড-১৯ মহামারি যে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সৃষ্টি করেছে, তার ওপরে আবার মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে রাশিয়া ইউক্রেইন যুদ্ধ। যুদ্ধের সঙ্গে এলো স্যাংশন এবং পাল্টা স্যাংশন। যার ফলে আজকে আন্তর্জাতিকভাবে মুদ্রাস্ফীতি হয়েছে, আন্তর্জাতিকভাবে উন্নত দেশগুলো বা ধনী দেশগুলোও আজকে আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং তারা হিমশিম খাচ্ছে। তারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা নিচ্ছে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাদের রিজার্ভ কমে যাচ্ছে। সেই অবস্থায়ও আমি বলতে পারি—বাংলাদেশকে এখনও স্থিতিশীল অবস্থায় রাখতে আমরা সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, যখনই একটা শান্তিপূর্ণ পরিবেশে দেশটা অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যায়, সবার তা হয়তো পছন্দ হয় না, এটাই হলো বাস্তব।’

মহামারির মধ্যে সারা বিশ্বে লকডাউনে ভ্রমণ ও আমদানি বন্ধ থাকাকে রিজার্ভ কমে যাওয়ার কারণ হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তারপরও তার সরকার বিনামূল্যে টিকা দিয়েছে, প্রণোদনা দিয়ে অর্থনীতিকে সচল রেখেছে।

যুদ্ধের কারণে আমদানি পণ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এখানে কোনও কার্পণ্য করিনি। আমাদের ডলার খরচা করতে হয়েছে, রিজার্ভ খরচা করতে হয়েছে। আমরা করেছি। তারপরও আমাদের আমদানি-রফতানি বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ হচ্ছে, আমাদের ফসল উৎপাদন হচ্ছে, আমরা সার থেকে শুরু করে সবকিছু কৃষকদের কাছে খুব স্বল্পমূল্যে দিচ্ছি।’

যার যেখানে যতটুকু জায়গা আছে, সেখানে যে যা পারবে তা উৎপাদন করার আহ্বান জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে যে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি দেখা দিচ্ছে, বিশেষ করে খাদ্য সংকট, তা যেন বাংলাদেশে না হয়।’

দেশবাসীকে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের কোনও রকম বিলাসিতা চলবে না। কারণ, বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কাটা কিন্তু আমাদের ওপর এসে পড়বে এবং পড়তে যাচ্ছে, পড়েছে। সেটা মাথায় রাখতে হবে। কারণ, বিশ্বটা এখন গ্লোবাল ভিলেজ। বিশ্বটা একে অপরের ওপর নির্ভরশীল। সেটা মাথায় রেখে সবাইকে সাশ্রয়ী হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো।’

সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সম্পদ আমাদের রক্ষা করে চলতে হবে। আমরা কারও কাছে হাত পেতে চলবো না। আমরা নিজের ফসল নিজে উৎপাদন করবো। নিজের দেশকে নিজে গড়ে তুলবো। এই কথাটা যদি আমরা মাথায় রাখতে পারি, আর এই আত্মমর্যাদাবোধ নিয়ে যদি চলতে পারি—ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে উন্নতি করুক। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক, দুর্নীতি থেকে মুক্ত থেকে এগিয়ে যাক, সেটাই তার সরকারের লক্ষ্য। আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না। বাংলাদেশ একটা দেশ, পৃথিবীতে আমরা এটুকু দাবি করতে পারি যে প্রতিটি দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।’ সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.