বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:২১ pm

সংবাদ শিরোনাম ::
রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই
লালপুর মোহরকয়া হাটের পেরিফেরীভুক্ত অবৈধ দখল উচ্ছেদ করছে না প্রশাসন

লালপুর মোহরকয়া হাটের পেরিফেরীভুক্ত অবৈধ দখল উচ্ছেদ করছে না প্রশাসন

শাহীন আলম, দুর্গাপুর (রাজশাহী) :

নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া হাটটি দীর্ঘদিন পূর্বে অত্র এলাকার জনসাধারণের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকলেও সময়ের ব্যবধানে তা বর্তমানে অবৈধভাবে সেমিপাকা দোকানঘর, অবকাঠামো ও  বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে হাটের জায়গা সংকুচিত হওয়ায় হাটটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে।

হাটটি সম্পূর্ণরূপে সরকারের মালিকানায় ন্যস্ত হলেও তোহা বাজার ও চান্দিনা ভিটির সীমানা সম্পূর্ণভাবে অবৈধ দখলদারের সেমি পাকা দোকান ঘর, বিভিন্ন অবৈধ অবকাঠামো ও স্থাপনা নির্মাণে বে-দখল। ফলে সপ্তাহে দুইদিন অর্থাৎ সমবার ও বৃহস্পতিবারে স্থানীয়ভাবে স্বল্প পরিসের সরকারি রাস্তার উপর শুধুমাত্র তরি তরকারি ও শাকসবজির দোকান ব্যতীত আর কোন প্রয়োজনীয় সামগ্রি ক্রয় বিক্রয় হয় না।

এছাড়াও রাস্তার উপর শাকসবজি ও তরি তরকারি দোকান বসায় চলাচলের নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।

এলাকাবাসি সূত্রে জানা যায়, অবৈধ দখলদারের অবৈধ দোকানপাট ও অবকাঠামো নির্মাণে হাটের তোহা বাজার ও চান্দিনা ভিটির সীমানা ও জায়গা  অবৈধ দখলকারীদের দখলের কারণই মোহরকয়া হাটের এই দুর্বস্থা। কিন্তু তবুও এই বে-দখল প্রক্রিয়া রোধ ও অবৈধ দখল উচ্ছেদ করণে প্রশাসনিকভাবে নেওয়া হয় না কোন আইনগত ব্যবস্থা।

বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে মোহরকয়া হাটের অবৈধ দখলদারের দখল থেকে হাটের জমি উদ্ধারের জন্য চলতি বছরের ৮ মার্চ সহকারী কমিশনার (ভূমি) একটি নোটিশ প্রদান করে বলেন যে, মহোরকয়া হাটের তফসিল বর্ণিত সম্পত্তিতে কর্তৃপক্ষের অনুমতি বিহীন অবৈধভাবে অবকাঠামো/স্থাপনা নির্মাণ পূর্বক যারা ব্যবসা করছেন আগামী ৭ দিনের মধ্যে যাবতীয় নির্মাণকৃত অবৈধ স্থাপনা/দোকানঘর সহ অপসরনের জন্য বলা হলো। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশমূলক নোটিশ প্রেরনের ৯ মাস অতিবাহিত হলেও বাস্তবিকভাবে অবৈধ দখলকারীরা সহকারী কমিশনার (ভূমি) লালপুর মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে এখন পর্যন্ত অবৈধ দখলকারীদের অবৈধভাবে নির্মাণাধীন কোন দোকানপাট ও অবকাঠামো মোহরকয়া হাটের জমি হতে অপসারণ করা হয়নি।

তথাপিও অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সহকারী কমিশনার (ভূমি) লালপুর মহোদয় কর্তৃক রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। এছাড়াও নির্দেশ অমান্যকারী অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। বর্তমানে মহরকয়া হাটের এই দুর্বস্থা দূরীকরণে অবৈধ দখলদারের হাত থেকে মোহরকয়া হাটের পেরিফেরিভুক্ত জমি উদ্ধারে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনগত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.