বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২০ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বাঘায় ১১০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
তিনি জানান, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার, এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুরাতন বাসটার্মিনালের দক্ষিনে পার্শ্বস্থ ঈগল বাস কাউন্টারের ভিতরে অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল ঈগল বাস কাউন্টারের ভিতরে প্লাস্টিকের তৈরী ক্যারেটের মধ্যে ফেন্সিডিল বিশেষ কৌশলে রেখে বাস যোগে বহন করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য অবস্থান করার সময় আবুল হোসেন (৩৭) কে ১১০ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে। আবুল হোসেন বাঘা দক্ষিন মিলিক বাঘা গ্রামের মতিউর রহমানের ছেলে।
আটক ফেনসিডিলের আনুমানিক ৩ লক্ষ টাকা অবৈধ বাজার মূল্য। এ সংক্রান্তে পলাতক আসামীর বিরুদ্ধে বাঘা থানায় এক মামলা হয়েছে।