মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৭ pm
বিশ্বজিৎ চৌধুরী, তানোর :
কৃষক বাঁচাও-দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ রাজশাহীর তানোর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৩টায় তানোর সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন, রাজশাহী জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ মো. তাজবুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী।
এসময় তানোর উপজেলা কৃষকলীগের সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক তানোর পৌরসভার প্যালেন মেয়র কাউন্সিলর আরব আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিমল সরকার। সভায় উপস্থিত বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি রবিউল আলম বাবু। এতে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আবুল বাসার সুজন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।
দীর্ঘ বেশ কয়েক বছর পর কৃষকলীগ তানোর উপজেলা শাখার সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ শিক্ষক শ্রী রাম কমল সাহাকে সভাপতি ও তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। রা/অ