মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩২ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে গত এক সপ্তা আগে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার ঘটনায় মফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মফিজ উদ্দিন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ২২ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৫ মিনিটে তানোর উপজেলা সদরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টুডিয়ামের আশপাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়াও ৫টি অবিস্ফোরিত তাজা ককটেল ও লাঠি সোডা উদ্ধার করে থানা পুলিশ। এব্যাপারে (২৩ নভেম্বর) বুধবার সকালে বিএনপির ৮ জন নামধারী ও অজ্ঞাতনামা ১৪০ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে নিজ বাড়ি থেকে মফিজ চেয়ারম্যানকে গ্রেফতার করে থানা পুলিশ।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান বলেন, উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টুডিয়ামের আশপাশে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার মামলায় সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। রা/অ