শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২০ am
ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
তার আগে সন্ধ্য ৭টায় মুখোমুখি সৌদি আরব পোল্যান্ড। রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলতে নামার আগে সৌদির দিকে তাকিয়ে থাকবে মেসিরা। কারণ সৌদি আরব যদি পোল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সি গ্রুপ থেকে সবার আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে সৌদি।
সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ড আজ হারলে ২ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১। অন্যদিকে আজ মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে সৌদির পরে থাকবে মেসিরা।
‘সি’ গ্রুপের শেষ ম্যাচ দুটি তখন হয়ে যাবে মহাগুরুত্বপূর্ণ। সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত।
আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। যদি এ দুটির কোনোটিই না ঘটে, যদি ড্র হয় আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ, তাহলে আর্জেন্টিনা-মেক্সিকোর পয়েন্ট ৪ হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই যাবে পরের রাউন্ডে। সূত্র : যুগান্তর