শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০২ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী (৫০বছর) উৎসব শুরু হয়েছে ক্রিকেট খেলার মধ্য দিয়ে ।
শুক্রবার ২৫ নভেম্বর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী নতুন ও সাবেক ছাত্রদের ৮টি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ক্রিকেট দলগুলো হলো, পাইলট একাদশ এর অধিনায়ক আনিকুল ইসলাম, ক্রিকেটের ইতিহাস এর অধিনায়ক শরীফ, সুইডেন একাদশ এর অধিনায়ক বদরুদ্দোজা, বরেন্দ্র এক্সপ্রেস এর অধিনায়ক হাফিজুর রহমান, মেয়র একাদশ এর অধিনায়ক আব্দুর রশিদ, নাচোল সরকারি কলেজ এর অধিনায়ক শফিকুল ইসলাম, জন্মভূমি নাচোল এর অধিনায়ক এটিএম নুরুল্লাহ এবং উত্তাল মহানন্দা দলের অধিনায়ক ওবায়দুর রহমান।
নাচোল সরকারি কলেজ স্থাপিত হয়ে ১৯৭২ সালে। কলেজের অবসরপ্রাপ্ত লাইব্রেরীয়ান লেখক, সাংবাদিক আলাউদ্দিন আহমেদ বটু সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্যোগ নেই তার অক্লান্ত প্রচেষ্টায় ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এতে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারীবৃন্দ বিভিন্ন কাজে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। মূল প্রোগ্রাম ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হবে । রা/অ