মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৫ pm
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সাবেক সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে আব্দুল মজির নামে একজন ব্যক্তি নিহত হন।
এ মামলার আসামি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত রোববার রাতে পুঠিয়া ও দুর্গাপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামিও নাদিম মোস্তফা।
তবে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ দাবি করেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ কারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। তারই অংশ হিসেবে বিএনপি নেতা নাদিম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। রা/অ