শনিবর, ২৭ জলাই ২০২৪, সময় : ০৫:৩৫ am

সংবাদ শিরোনাম ::
কোটা সংস্কার সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু নগরীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৫ হতাহতের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর নাচোলে শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর সভাপতি ও আবু সায়েম সম্পাদক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাবেক ডাকসু নেতা আখতার আটক রাজধানীতে রীরমুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার গাজায় ইসরাইল বাহিনীর হামলায় নিহত ৫০ রাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, দুপুর ১২টায় হল ত্যাগের নির্দেশ অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে কোটা আন্দোলন : সারাদেশে সংঘর্ষ, নিহত ৫ বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা নাচোল উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্রয়ে ৩০ কোটি টাকা লোপাট কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৮০ বাগমারায় এনজিকর্মীর আপত্তিকর ভিডিও ধারণে ৩ জন গ্রেফতার আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান ছাত্রলীগের তিন নেতার পদত্যাগ, ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ নাচোলে সাবেক প্রেসিডেন্ট এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোটা বিরোধী আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বিএডিসিতে বীজ দিয়ে ক্ষতির মুখে রাজশাহীর ২৪২৪ চাষি

বিএডিসিতে বীজ দিয়ে ক্ষতির মুখে রাজশাহীর ২৪২৪ চাষি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) আমন ধানের বীজ সরবরাহ করে ক্ষতির মুখে পড়েছেন রাজশাহী অঞ্চলের দুই হাজার ৪২৪ জন চাষি। বিএডিসি থেকে তাদের বীজের যে দাম দেয়ার সিদ্ধান্ত হয়েছে তাতে উৎপাদন খরচই উঠবে না। তাই তারা চেক প্রত্যাখান করেছেন।

বিএডিসির রাজশাহী আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, মৌসুম শেষে চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে বীজ সংগ্রহ করা হয়। এবার বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ রাজশাহী জোনের চারটি জেলার দুই হাজার ৪২৪ জন চাষি আমন ধানের বীজ উৎপাদন করেছেন। বিএডিসির জন্য আমন ধানের বীজ উৎপাদন হয়েছিল চার জেলার প্রায় পাঁচ হাজার একর জমিতে। ডিসেম্বরের শেষের দিকে বীজ সংগ্রহ শুরু করে বিএডিসি। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বীজ সংগ্রহ করা হয়।

রাজশাহী জোনের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মোট ২৯০ মেট্রিক টন বীজ সংগ্রহ করা হয়েছে। এবার মোটা বীজ ৩৮ টাকা কেজি ও চিকন বীজ ৩৯ টাকা দর নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। তিন দিন আগে চাষিদের চেক দেয়া শুরু হয়। কিন্তু দাম কম হওয়ার কারণে চাষিরা চেক গ্রহণ করেননি। দাম বৃদ্ধির দাবিতে বুধবার সকালে রাজশাহীতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল সাড়ে ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করেন বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ চাষিরা।

মানববন্ধনে চাষিরা জানান, চুক্তিপত্রে বীজের দর উল্লেখ ছিল না। বাজারে সাধারণ ধানের সর্বোচ্চ যে খুচরা মূল্য থাকে তার সঙ্গে ৩৫ শতাংশ বৃদ্ধি করে বিএডিসি থেকে বীজের মূল্য পরিশোধ করা হয়। কিন্তু এবার সেটাও করা হয়নি। এখন বাজারে ধানের দাম বেশি হলেও বিএডিসি বীজের দাম দিচ্ছে কম। এ কারণে তারা চেক প্রত্যাখান করে দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএডিসির রাজশাহী জোনের চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ আলী। তিনি বলেন, ভাল ফসলের জন্য ভাল বীজ প্রয়োজন। আর ভাল বীজের জন্য প্রয়োজন বাড়তি পরিচর্যা। বাড়তি পরিচর্যা করে বীজের উৎপাদন খরচ পড়েছে কেজিপ্রতি কমপক্ষে ৪২ টাকা। আর বিএডিসি দাম দিচ্ছে ৩৮ টাকা। এই দাম দিলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে তারা বীজের দাম কমপক্ষে ৪৮ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিপুলের পরিচালনায় এতে বক্তব্য দেন- সিনিয়র সহ-সভাপতি মাজদার রহমান, সহ-সভাপতি মো. তাজউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, কোষাধ্যক্ষ আবদুল আওয়াল, সদস্য আবদুস শুকুর, হায়দার আলী, নওয়াব আলী প্রমুখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার চুক্তিবদ্ধ চাষিরা অংশ নেন।

তারা জানিয়েছেন, বাড়তি খরচ করে ভাল বীজ উৎপাদন করেও যদি নায্যমূল্য না পান তাহলে তারা বীজের উৎপাদন বন্ধ করে দেবেন। বিএডিসি তখন নিম্নমানের বীজ কিনতে বাধ্য হবে। ওই বীজই আবার প্রান্তিক চাষিদের কাছে সরবরাহ করা হবে। এর ফলে ধানের উৎপাদন কমে আসবে। এমন সংকট কাটাতে তারা তাদের বীজের নায্যমূল্য নিশ্চিতের দাবি জানান।

জানতে চাইলে বিএডিসির রাজশাহীর উপ-পরিচালক জহুরুল ইসলাম বলেন, ‘বাজারে ধানের মূল্য কত সেটা আমরা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় থেকে জেনে নিই। তার সঙ্গে ৩৫ শতাংশ বৃদ্ধি করে বীজের মূল্য নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাই। সেখান থেকেই মূল্য নির্ধারণ হয়ে আসে। এবার আমরা যখন প্রস্তাব পাঠিয়েছিলাম তখন বাজারে ধানের দাম কম ছিল। পরে সেটা বেড়েছে। এর আগেই বিএডিসির সারাদেশের ৩৮টি জোনের জন্য বীজের মূল্য ঠিক হয়ে যায়। নির্ধারণ করে দেয়া এই দর ধরে চাষিরা চেক নেননি।’

এখন বীজের মূল্য ৩৮-৩৯ টাকা দেয়া হলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে বিএডিসির এই কর্মকর্তা স্বীকার করেন। তিনি বলেন, ‘চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সে জন্য আমরা বীজের মূল্য পুনঃনির্ধারণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। এবার বীজের মূল্য ৪৬ থেকে ৪৭ টাকা করার প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব যদি অনুমোদন হয় তাহলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না।’ আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.