শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুর বৃদ্ধ কোব্বাস আলীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার আসামী ফারুক হোসেন(৩৮) কে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। সে খয়রা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। ফারুকসহ অন্যান্য ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোহনপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার শেষ সীমানা বাগবাজার পার্শ্ব হতে ৩ ফেব্রুয়ারী বুধবার ফারুককে গ্রেফতার করে। উল্লেখ্য মোহনপুর উপজেলার খয়রা গ্রামের মসজিদের সভাপতি বৃদ্ধ কোব্বাস আলী মসজিদের ২০ কেজি ধান চুরির ঘটনায় বিচার করে বিচারের রায় মনমতো না হওয়ায় হত্যাকারীদের সাথে তার দ্বন্দ চলছিল এরই জেরে গত ২৭ ফেব্রুয়ারী শনিবার রাত ৯ টার দিকে বৃদ্ধ কোব্বাস আলীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় এজাহারনামীয় ১৬ ও অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী করে থানায় মামলা করেছে নিহতের পরিবার। ফারুক এজাহারনামীয় আসামী।
অন্যদিকে মোহনপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ ও ১০লিটার চোলাই মদসহ ১জনকে গ্রেফতার করেছে।
পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃতরা উপজেলার ঘাসিগ্রাম ইউপির মেলান্দী গ্রামের আশরাফ আলীর ছেলে আলম, বাবুর ছেলে ওহাব আলী, ময়েজ মৃধার ছেলে জহুরুল মৃধা, মজিবর রহমান মধুর ছেলে
মেহেদী হাসান, মৃত বেশারত মন্ডলের ছেলে বয়েজ উদ্দিন মন্ডল, আবুলের ছেল সোহরাব আলী, মোহনপুর থানা এলাকার কেশরহাট বাজার হতে ১০ লিটার চোলাইমদসহ গ্রেফতার আনারুল ইসলাম (৩৮)। সে রাজশাহী মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকার তকিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতার কৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধ কোব্বাস আলী হত্যা মামলায় আসামী ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজকের তানোর