শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৭ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
গোদাগাড়ীতে ১২ বছরের শিশুর হাতে ৩ বছরের শিশু খুন

গোদাগাড়ীতে ১২ বছরের শিশুর হাতে ৩ বছরের শিশু খুন

রবিউল ইসলাম মিনাল (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে ১২ বছরের শিশু হিজবুল্লাহ আব্বাসকে দুরন্তপনার জন্য বকা দিয়েছিলেন প্রতিবেশী ৩ বছরের শিশু সুমাইয়ার বাবা মিলন খান। সেই আক্রোশে সুমাইয়াকে মোবাইল ফোন চার্জারের তার জড়িয়ে শ্বাসরোধে হত্যা করেছে হিজবুল্লাহ আব্বাস।

বুধবার সন্ধ্যার পর হিজবুল্লাদের বাড়ি থেকে সুমাইয়া মাহী নামের তিন বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছেন রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ।

শিশু সুমাইয়াকে হত্যার অভিযোগে হিজবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনায় স্তম্ভিত পুলিশসহ পুরো এলাকাবাসী। সুমাইয়ার লাশ ময়নাতদন্তের জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের আলোকছত্র গ্রামের মিলন খান দিন কয়েক আগে দুরন্তপনার জন্য প্রতিবেশী স্কুল শিক্ষক জাহানারা বেগমের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে হিজবুল্লাহ আব্বাসকে বকা দিয়েছিলেন। বুধবার হিজবুল্লাহকে বাড়িতে রেখে তার মা স্কুলে চলে যান।

বিকেলের দিকে অপর দুই শিশুর সঙ্গে সুমাইয়া মিলনদের বাড়ির আঙ্গিণায় খেলছিল। এ সময় দুই শিশুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সুমাইয়াকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে মোবাইল ফোনের চার্জারের তার গলায় জড়িয়ে শ্বাসরোধে হত্যা করে হিজবুল্লাহ।

সুমাইয়াকে হত্যার পর একটি ছোট বস্তার ভেতর ভরে মুখ বন্ধ করে ঘরের চৌকির নিচে ঢুকিয়ে দিয়ে হিজবুল্লাহ দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছিল।

এদিকে, সন্ধ্যা হলেও প্রতিবেশী মিলন খান শিশুকন্যা সুমাইয়াকে খুঁজে পাচ্ছিলেন না। এরই মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানান, সুমাইয়া অন্যদের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে খেলছিল।

এলাকাবাসী হিজবুল্লাদের ঘর তল্লাশি করে চৌকির নিচ থেকে সুমাইয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সুমাইয়ার লাশ উদ্ধার ও হিজবুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে হিজবুল্লাহ শিশু সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেন।

ওসি আরও জানান, শিশু সুমাইয়াকে হত্যার পরও হিজবুল্লাহর মধ্যে অপরাধ সংঘটনের কোন ভাবান্তর নেই। শিশু সুমাইয়ার বাবা মিলন খান বাদী হয়ে বুধবার রাতে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সুমাইয়ার লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়ে গ্রেফতার হিজবুল্লাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.