শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৩ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
আজ মঙ্গলবার ১৫ নভেম্বর বেলা ১১ টায় নাচোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পন্ডিতপুর মহল্লায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটির সাবেক কমান্ডার মতিউর রহমান।
প্রধান অতিথি বলেন, দেশে অগ্নিনিরাপত্তা জোরদারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছরের মতো এবার ও দেশব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বর্তমানে সারাদেশে ফায়ার সার্ভিস স্টেশন ৪ ৯১ টি আর ও ৫২ টি নতুন স্টেশন চালু হবে। ফলে প্রায় ৭ শতাধিক স্টেশন চালু হবে। রা/অ