সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০৯ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের রবি /২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ এবং ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভাসহ ৪টি ইউনিয়নের ৯ হাজার ৭৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, মসুর, খেসারি ও চীনা বাদাম বীজ ও রাসায়নিক সার কৃষি প্রণোদনা সহায়তা কার্যক্রমের আওতায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বিনামূল্যে কৃষকদের মাঝে এ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা কৃষি পূনর্বাসন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর।
উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ বলেন, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী নাচোল উপজেলায় ৯ হাজার ৭৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রতিজন কৃষকের প্রতি বিঘা জমির জন্য যে কোনো এক প্রকার ফসল বিনামূল্যে দেয়া হবে।
প্রণোদনায় প্যাকেজ ছিল, গম বীজ ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ৩ হাজার কৃষকের মাঝে। ভুট্টা বীজ ২ কেজি, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ২০ জন কৃষকের মাঝে। সরিষা ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ৫ হাজার ৭০০ জন কৃষকের মাঝে। মুগ বীজ ৫ কেজি ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ১৫০ জন কৃষকের মাঝে। মুসুর বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজিি, এমওপি ৫ কেজি, ৪০০ জন কৃষকের মাঝে। খেসারি বীজ ৮ কেজি, ডি়এপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৪০০ জন কৃষকের মাঝে । চিনাবাদাম বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি।
তিনি আরো বলেন, কসবা ইউনিয়নে ২ হাজার ৩৪৫ জন কৃষক, ফতেপুর ইউনিয়নে ১ হাজার ৬৯০ জন, নাচোল সদর ইউনিয়নে ২ হাজার ১১০ জন, নিজামপুর ইউনিয়নে ২ হাজার ৩৭৫ জন এবং নাচোল পৌরসভায় ১ হাজার ২২৫ জন কৃষকের মাঝে এ প্রণোদনার বিজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এছাড়া তালিকাভুক্ত ৫ জন কৃষকের ১টি গ্রুপকে (গম, ভুট্টা, সরিষা ও পিঁয়াজ) ১ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি সার এবং ১০ জন কৃষকের ১টি গ্রুপকে (মসুর,মুগ, খেসারি ও চিনা বাদাম)। ২ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি সার ও বীজ বিতরণ করা হয়েছে। রা/অ