গভীর বেদনা জমিয়ে কী লাভ
ভাগ করে দাও
সখাদের ।
মেঘকে বলো, হয়তো নেবে
নদীও নেবে জানি
বৃক্ষ নেবে, সকালের শিশিরকণাও ।
আমাকেও দিতে পারো কিছু, সামান্যই
কতটা নিতে পারি, বলো
প্রায়ান্ধ কতটুকু দেখে ?
এই যে বেদনা নিয়ে একাএকা
নদী হও মেঘ হও
তারচে আগুন হতে শেখো
লেলিহান ।
কে নেবে ভাগ কে নেবে না
এইসব থাক
জাগাও জাগাও খাক ।
তারপর
বেদনা সকাল, মধ্যাহ্ন-রাত
বেদনার নদী, অরণ্য-আকাশ-নীল
দাহ করে দাও ।
নিজের মতো একটা সকাল বানাও । লেখক : মোস্তাফিজুর রহমান সরকার, কবি ও সাহিত্যিক এবং ব্যাংক কর্মকর্তা। সূত্র : লেখকের ফেসবুক আইডি