রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩১ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউপির এলাইপুর বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে এলাকার সুধীজনদের উদ্যোগে স্টুডেন্ট ওয়েলফিয়ার লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১২ নভেম্বর সকাল ১০ টায় এলাইপুর বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে “মোবাইল ব্যবহার সীমিত করি, বই পড়ার অভ্যাস গড়ি” এ প্রতিপাদকে সামনে রেখে এলাকার সুধীজনদের উদ্যোগে এলাইপুর বাজার কেন্দ্রিক একটি গণ পাঠাগারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য দেন, নাচোল উপজেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অতিথিদের মধ্যে বক্তব্য দেন, এলাইপুর বর্ধায়চণ্ডী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোলাইমান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, কসবা ইউপি চেয়ারম্যান গোলাম মেহরাব, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সমাজসেবক আব্দুর রাজ্জাক ও এসআই আকবর আলি।
পরে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় পুলিশ কনস্টেবল আব্দুল মান্নানকে। তিনি বর্তমানে স্বেচ্ছায় অবসর নিয়েছেন তার দুই ছেলে এক মেয়ে। প্রথম সন্তান ডাক্তার মাহবুব হাসান ৩৮তম বিসিএস (আরএমও) হিসেবে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত। দ্বিতীয় সন্তান ডাক্তার হাসিনা খাতুন ৪৪তম বিসিএস প্রিলি। তৃতীয় সন্তান মাহতি হাসান রুয়েট প্রথম বর্ষ ।
বক্তারা স্টুডেন্ট ওয়েলফিয়ার লাইব্রেরির উদ্যোক্তাদের ভুুয়াশি প্রশংসা করে বলেন। এ প্রতিষ্ঠানের মধ্যদিয়ে এলাকার পিছিয়ে পড়া ছেলে মেয়েরা ফেসবুক, ইউটিউব, মাদকসহ নানান গেমে আসক্ত না হয়ে দূরে থাকবে এবং নিজেকে ভবিষ্যত গড়ে তোলার সুযোগ পাবে। রা/অ