রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩২ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে একদিন ব্যাপী `উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে অনুষ্ঠিত একদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, ওসি তদন্ত ইকবাল পাশা ও উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার সোহেল রানা ।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। একদিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নের আওতায় ৩৪টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তর ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় সেরা উদ্ভাবক ও প্রথম স্থান অর্জন করে। এতে সেরা স্টোল হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন নাচোল উপজেলা শিক্ষা অফিস। রা/অ