মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৯ pm
আব্দুস সবুর ও বিশ্বজিৎ চৌধুরী, তানোর :
রাজশাহীর তানোরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (৯ নভেম্বর) বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এরআগে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় তানোর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, তানোর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান, কলেজ ও মাধ্যমিক এই চারটি ক্যাটাগরিতে মোট ১৮টি স্টল অংশ গ্রহণ করে। উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজনরা উপস্থিত ছিলেন। মেলায় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই মেলার সমাপ্ত হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ জানান। রা/অ