বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:১৮ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
বগুড়ায় ছাত্রলীগের সভাপতি সজীব, সম্পাদক জয়

বগুড়ায় ছাত্রলীগের সভাপতি সজীব, সম্পাদক জয়

ডেস্ক রির্পোট : বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আবেদন করার দীর্ঘ নয় মাস পর সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার রাতে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৭ জন সহ-সভাপতি, পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছয়জন সাংগঠনিক সম্পাদক দেওয়া হয়েছে। সহ-সভাপতিরা হলেন- তৌহিদুর রহমান তৌহিদ, মিথিলেস কুমার প্রসাদ, রাকিবুল হাসান শাওন, সাজ্জাদ আলম পারভেজ, নূর মোহাম্মদ সাগর, মুকুল ইসলাম, শেখ হৃদয়, আতিকুর রহমান আতিক, রায়হান কবির, তোফায়েল আহমেদ তোহা, সিদ্ধার্থ কুমার দাস, শামিমা সুমি সাহা, জাহিদ হাসান, আল আমিন হোসেন পাপ্পু, অনুরাগী তিশা, সবুজ বিশ্বাস ও রাকিবুল হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মাহফুজার রহমান, রাকিবুল হাসান, মিনহাজুল ইসলাম সজল, আহসান গালিব প্লাবন এবং আহসান হাবীব শুভ। এছাড়া সাংগাঠনিক সম্পাদক হলেন-আল নোমান সাব্বির, আল ইমরান হোসেন, নয়ন অধিকারী, বজলুর রহমান বাঁধন, রিয়াজ মাহমুদ রক্সি ও সুজন আকন্দ।

সোমবার রাতে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান কমিটির ছয় নম্বর সহ-সভাপতি মুকুল ইসলাম ফেসবুকে দু:খ প্রকাশ করে সংগঠন ত্যাগ করার ঘোষণা দেন।

এ প্রসঙ্গে নতুন কমিটির সভাপতি সজীব সাহা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ না পেয়ে সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ অন্যরা অভিমানে দলীয় কার্যালয়ে তালা দেন ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

তিনি বলেন, তাদের সাথে সাবেক কমিটির তেমন সম্পৃক্ততা ছিলনা। সজীব সাহা বিশ্বাস করেন, শিগগিরই তারা অভিমান ভুলে যাবেন।

জেলা ছাত্রলীগের সূত্র জানায়, সর্বশেষ ২০১৫ সালের ৭মে বগুড়া জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্র থেকে নাইমুর রাজ্জাক তিতাসকে সভাপতি ও অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

২০১৬ সালের ২৭ ডিসেম্বর ১৫৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর চলতি বছরের গত ২১ জানুয়ারি রাতে কেন্দ্র থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর ১১ দিন পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে অন্তত ৫০ নেতা আবেদন করেছিলেন। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.