বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ১০:২০ pm

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বীজ সঙ্কটেও সারের দাম চড়া, চাষিদের মাথায় হাত রাজশাহীতে আ.লীগের কর্মীসহ ১৮ জন গ্রেপ্তার জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ তানোরে দখল বাজিতে বিএমডির গভীর নলকূপে সেচ পাচ্ছে না কৃষক বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোর থানার মোড়ে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন গোদাগাড়ীতে পদ্মানদীতে বালি উত্তোলন ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
চেয়ারম্যান বাবু’কে তালন্দ ইউনিয়ন আ’লীগের আবারও সভাপতি চাই তৃনমূল

চেয়ারম্যান বাবু’কে তালন্দ ইউনিয়ন আ’লীগের আবারও সভাপতি চাই তৃনমূল

আব্দুস সবুর, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবুকেই আবারও সভাপতি হিসেবে দেখতে চান তৃনমূলের নেতাকর্মীরা। কারণ গত নির্বাচনে তৃনমুলের নেতাকর্মীদের কারনেই স্বতন্ত্রপ্রার্থী হয়েও বিজয়ী হয়েছেন। মূলত এজন্য তৃনমুলের প্রানের দাবি পুনরায় বাবুকেই সভাপতি করা হোক। তাহলে সংগঠন ঐক্যবদ্ধ থাকবে বলেও মনে করছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র ত্যাগী নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নে বিগত প্রায় ১১ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজিম উদ্দিন বাবু। তিনি বিগত ২০১১ সালের দিকে কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি সভাপতি হয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সংগঠনকে সুসংগঠিত করেছেন। যে ইউপিতে বিএনপির জামায়াতের আখড়া ছিল সেটাকে তিনি সাংসদের দিক নির্দেশনায় ভেঙ্গে তছনছ করে দিয়েছেন। যার প্রমান বিগত ২০২১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকেই তিনজন প্রার্থী ছিলেন। সবাইকে তাক লাগিয়ে নাজিম উদ্দিন বাবু স্বতন্ত্রপ্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তৃনমুলের ভাষ্য, নাজিম উদ্দিন বাবু সভাপতি হওয়ার পর থেকে তিনি সকল ইউনিটের কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দলকে এগিয়ে নিয়েছেন। দিনরাত সমান তালে দলের জন্য কাজ করেছেন। যার কারনে তাকেই আমরা সভাপতি হিসেবে দেখতে চায়। অন্য কাউকে সভাপতি করা হলে দলে প্রচুর ভাঙ্গন সৃষ্টি হবে। আগামীতে জাতীয় নির্বাচন হবে। বিভিন্ন ভাবে জানতে বা টিভি পত্রিকায় দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় নেতারা বলছেন জাতীয় নির্বাচন হবে চ্যালেঞ্জিংয়ের নির্বাচন।

এদিক, বিবেচনা করে বাবুকে সভাপতি পদে বহাল রাখতে হবে। কারণ নতুন কাউকে নিয়ে আসলে সে কোনভাবেই দলকে এক কাতারে নিয়ে আসতে পারবে না, বিভক্তির শেষ থাকবে না। জনগণের চাপে নাজিম উদ্দিন বাবু স্বতন্ত্র ভাবে চেয়ারম্যান হয়েছেন। হয় তো এজন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছেন। স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করার কারনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে সারাদেশে স্বতন্ত্র প্রার্থী ছিল এবং বিজয়ী হয়েছেন। ভোটের মাঠে অনেকে অনেক কথায় বলেন। সেটাতো আর বাস্তবে রুপ দেওয়া যায় না। স্বতন্ত্র হিসেবে যারা ভোট করেছেন তারা তো সবাই আওয়ামী লীগের। সবার নেতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় সেটা মাথায় রাখতে হবে। এমপি ও উপজেলা কমিটির কাছে অনুরোধ থাকবে সবদিক বিবেচনা করে বাবুকে পদে বহাল রাখার জোর দাবি জানায় আমরা।

এব্যাপারে উপজেলার তালন্দ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন বাবু বলেন, ৭ নভেম্বর বর্ধিত সভা হয়েছে। আগামীতে হয় তো তালন্দ ইউনিয়ন আ’লীগের সম্মেলন হতে পারে। দলের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছি। হ্যাঁ আমার একটাই অপরাধ বলতে পারবে, সেটা হচ্ছে আমি স্বতন্ত্র হিসেবে পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সারা দেশে প্রায় স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ছিল।

স্থানীয় নির্বাচন জনপ্রিয়তায় হয়। আমি দীর্ঘ ১১ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছি। আগামীতে কাউন্সিল হবে। দল যদি মনে করে অন্য কাউকে দায়িত্ব দিলে সংগঠন গতিশীল হবে তাহলে দিতে পারে। আমি আওয়ামী লীগের কর্মী হয়ে দায়িত্ব পালন করব। তবে, আগামীতে জাতীয় নির্বাচন। এজন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এমপি ওমর ফারুক চৌধুরী মহোদয়ের কাছে দাবি, সবদিক বিবেচনা করে আবারও তাঁকে সভাপতি পদে রেখে দল ও জনগণের পাশে থাকার সুযোগ দেবার অনুরোধ জানান তিনি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.