মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:০০ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
নাটোরে মায়ের হাতের পিঠা খাওয়া হলো না শোভা-সবুজ দম্পতির

নাটোরে মায়ের হাতের পিঠা খাওয়া হলো না শোভা-সবুজ দম্পতির

ডেস্ক রির্পোট : মায়ের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়েছিল শোভার। মাকে রাতের রান্না করে রাখতে বলেছিলেন। স্বামীকে সঙ্গে নিয়ে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার ইচ্ছা ছিল তার। মা মেয়ে-জামাইয়ের জন্য পিঠা তৈরি করে রেখেছিলেন। কিন্তু সেই খাবার আর খাওয়া হলো না শোভা-সবুজ দম্পতির।

রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার আরজি মারিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে অসিউল ইসলাম সবুজ (৩০) ও তার স্ত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ওসরা খাতুন শোভা (২৬)।

স্বজনরা জানান, সবুজ সম্প্রতি একটি নতুন মোটরসাইকেল কিনেছেন। গত দুর্গাপূজার ছুটিতে এসে বাগাতিপাড়া থেকে সেই গাড়িটি কর্মস্থল ঢাকায় নিয়ে যান। তিনি সেখানে প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার নাটোরের বিআরটিএ অফিস থেকে সেই গাড়িটির নতুন ডিজিটাল নাম্বার প্লেট দেওয়ার কথা ছিল। সে কারণেই স্ত্রী শোভাকে সঙ্গে নিয়ে রোববার সন্ধ্যার পূর্বে সবুজ নতুন মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এজন্য তিনি অফিস থেকে ৫ দিনের ছুটি নিয়েছিলেন।

ঢাকা থেকে শ্বশুরবাড়ি ঘুরে বাগাতিপাড়ায় নিজ বাড়িতে আসার কথা ছিল। বের হওয়ার সময় স্ত্রী শোভা তার নিজের মাকে ফোনে খাবার রান্না করে রাখতে বলেন। স্বামীকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে রাতের খাবার খাবেন। শোভার মা মেয়ে ও জামাইয়ের জন্যে পিঠা বানিয়ে রেখেছিলেন। কিন্তু মায়ের পিঠা খাওয়ানোর সেই ইচ্ছাও পূরণ হলো না। সোমবার জোড়া লাশ হয়ে বাড়িতে ফিরলেন শোভা-সবুজ দম্পতি।

২০১৪ সালে তাদের বিয়ে হলেও তারা নি:সন্তান ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে সোমবার তাদের লাশ এলাকায় এলে শোকের ছায়া নামে। পরে দুপুর ২টায় গ্রামের বাড়ি বাগাতিপাড়ার নওশেরা ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

উল্লেখ্য, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখে পুলিশ। পরে পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.