রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৯ am
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার রাজনৈতিক লংমার্চ কর্মসূচি মঙ্গলবার আবার শুরু হবে। আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।
ইমরানের ঘোষণা করেন, ওয়াজিরাবাদের যে স্থানে তিনি ও আরও ১১ জনের ওপর অস্ত্রধারী হামলার শিকার হন এবং মোয়াজ্জেম নামের একজন কর্মী নিহত হন, সেখান থেকেই মঙ্গলবার লংমার্চ শুরু হবে।
লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন। পাঞ্জাবের ওয়াজিরাবাদে তিন দিন আগে লংমার্চের এক সভায় ভাষণ দেয়ার সময় তিনি আততায়ী হামলায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মোয়াজ্জেম গোন্দাল নামের একজন নিহত ও ১১ জন আহত হয়।
৭০ বছর বয়সী ইমরান খান বলেছেন, তিনি পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত সশরীরে লংমার্চ কর্মসূচিতে যোগ দিতে পারবেন না। তবে লংমার্চের গাড়িবহর রাওয়ালপিণ্ডি পৌঁছানোর পর তিনি তাতে শামিল হবেন।
আহত ইমরান হাসপাতালের চিকিৎসায় শঙ্কামুক্ত রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ নিয়ে তিনি হাসপাতাল ছেড়ে গেছেন। পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান অভিযোগ করেন, তাকে ‘হত্যাচেষ্টার’ ষড়যন্ত্রে ওই হামলার ষড়যন্ত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর একজন মেজর জেনারেল জড়িত ছিলেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে প্রমাণ হলে রাজনীতিই ছেড়ে দেবেন। সরকারের পতন ও আগাম নির্বাচনের দাবিতে ইমরান খান গত সপ্তাহে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন। সূত্র : দৈনিক বাংলা