রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৪ am
নিজস্ব প্রতিবেদক, নিয়াতমপুর : নওগাঁর নিয়ামতপুরে নাজির হোসেন (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে তার আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি।
নাজির উপজেলার সদর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের লতিফ রহমানের ছেলে। তিনি নিয়ামতপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
রোববার (৬ নভেম্বর) থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।
নাজিরের বাবা লতিফ যুগান্তরকে বলেন, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কারণে রাতে পড়াশোনা করে ঘুমাতে যায় সে। সকালে ঘুম থেকে উঠে আমি ধানের ক্ষেতে চলে যাই। এক প্রতিবেশী ফোন করে ঘটনাটি জানান। ছুটে এসে দেখি আমার ছেলে নাজির গ্রামের কবরস্থানের আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নাজিরের মা সানোয়ারা বলেন, কত আশা নিয়ে ছেলেটিকে বড় করছিলাম। আজ থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। প্রস্তুতিও নিয়েছিল ভালো। কিন্তু কী করে সব কী হয়ে গেল। ফজরের নামাজ পড়ে ছেলে আর ফিরে আসেনি ঘরে। প্রতিবেশীদের চেঁচামেচিতে বাড়ির বাইরে গিয়ে জানতে পারি ছেলে ফাঁস দিয়েছে। বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হবে। রা/অ