শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৩০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
চলতি বছর মশার উৎপাদ বেড়েছে বেশ কয়েকগুণ। শহর কিংবা গ্রাম মশার উপদ্রপ থেকে কোথাও রেহাই পাচ্ছে না মানুষের পাশিপাশি পশু পাখিও। তাই মশার কামড় থেকে গরুকে নিরাপদে রাখতে গোয়াল ঘরে ঘুটার ধোঁয়া দেয়া হয়। ওই ঘুটার জ্বলন্ত আগুনে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় এক কৃষকের গোয়ালে থাকা ৬টি গরু পুড়ে গেছে।
সোমবার দিবাগত রাতে মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর পশ্চিম পাড়া (চড়ক ডাঙ্গা) গ্রামের কৃষক এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
কৃষক এনামুল জানান, প্রতিদিনের মত তিনি সোমবার দিবাগত রাতে গোয়াল ঘরে মশা তাড়াতে মাটির হাড়িতে ঘুটাই আগুন দিয়ে আসেন। সেই আগুন বেড়াতে থাকা বাঁশের কনছি ও নেট জালে ধরে যাই।
গভীর রাতে বুঝতে পেরে তারা গ্রামের লোকজন ডাকাডাকি করে আগুণ নেভান। কিন্তু আগুনে তার গোয়াল ঘরে থাকা ১৫টি গরুর মধ্যে ৬টি গরু প্রায় ৮০ ভাগ পড়ে যাই।
তানোর উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা: বেলার উদ্দিন জানান, তিনি খবর পেয়ে মঙ্গলবার কৃষক এনামুল হকের বাড়িতে তার পোড়া গরুর চিকিৎসা করতে গিয়েছিলেন। গরুগুলোর মধ্যে একটি ৬ মাস বয়সী বাছুর দুইটি গাভী ও তিনটি এঁড়ে গরু রয়েছে। সবগুলো ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আজকের তানোর।