শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:১১ pm
বিশ্বজিৎ চৌধুরী, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর পৌর এলাকায় দুইদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জহাট মিতালী তরুণ সংঘের আয়োজনে বড়শো মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলায় বিভিন্ন স্থানের ১৬টি টিম অংশ গ্রহন করে। গেলো ৫ এবং ৬ নভেম্বর শনিবার ও রোববার উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
তবে, রোববার সন্ধ্যায় খেলার সমাপ্তি ঘটে। উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলা শেষে ট্রাইবেকারে ৫-৩ গোলে কালিগঞ্জহাট হাবিবুর একাদশ দল বিজয় অর্জন করে। ফলে কমিটির পক্ষ থেকে প্রথম পুরুস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা দেয়া হয়। আর রার্নাস-আপ হিসেবে সরনজাই কাজী বাইককে পুরুস্কার হিসেবে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও আগামীতে তানোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সম্ভাব্য মেয়রপ্রার্থী আবুল বাশার সুজন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার সুজন বলেন, অপরাধ মূলক কাজকর্ম থেকে বিরত থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। ফলে যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে এ খেলায় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও চাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। আর রার্নার-আপ দলকে ২৫ হাজার টাকাসহ ট্রফি প্রদান করা হয়।
কালিগঞ্জহাট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাবেক কাউন্সিলর আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার নারী কাউন্সিলর মমেনা আহমেদ, ওয়ার্ড কাউন্সিল মোস্তাফিজুর রহমান বাবু ও তানোর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট।
এতে উপস্থিত ছিলেন, কালিগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ও ওয়ার্ড যুবলীগ সভাপতি আতিকুর রহমান প্রমুখ। সভা উপস্থাপনা করেন মিতালী তরুণ সংঘের সহসভাপতি ফজলে রাব্বি ও আনজুমানয়ারা সিফা। আজকের তানোর