শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩৬ am
ডেস্ক রির্পোট :
রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে শ্রী নগেন চন্দ্র (৭৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাউনিয়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
হধমধফ-৩০০-২৫০
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার হরিশ্বর গ্রামে তকিপল হাটে পরিত্যাক্ত ঘরে বসবাসকারী ভিক্ষুক শ্রী নগেন চন্দ্র রেললাইন পারাপার হতে গিয়ে কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানায়, নগেন চন্দ্রের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারকেল বাড়ি গ্রামে। তিনি একটু কানে কম শুনতেন। তিনি দীর্ঘদিন থেকে কাউনিয়ার তকিপল হাটে পরিত্যক্ত একটি দোকান ঘরে একাকি বসবাস করে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।
কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার পর পরেই ঘটনাস্থলে গিয়ে ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সূত্র : যুগান্তর