শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:১১ am
নিজস্ব প্রতিবেদক, পবা : রাজশাহীর পবা উপজেলায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, ব্যানবেইস সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএনএম জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, বাগসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, হাট গোদাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার, এমআরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সাংবাদিক সরকার দুলাল মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, কাশিয়াডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ভালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকির হোসেন, হরিপুর চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুজ্জামান, বড়গাছি কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দ কুমার পাল, খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী।
এছাড়াও পুটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুর রহমান, শিক্ষক রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের প্রতিনিধি আব্দুল মান্নান মিজি, কামরুল ইসলাম, কায়সার আলম, আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রা/অ