মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৬ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি
তানোরে শেয়াল ও বেজির উৎপাতে অতিষ্ট মানুষ

তানোরে শেয়াল ও বেজির উৎপাতে অতিষ্ট মানুষ

এইচ এম. ফারুক, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে প্রত্যন্ত গ্রামগুলোতে শেয়াল ও বেজির (নেউল) উপদ্রপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাতে অথবা দিনে সমানভাবে এসব স্তন্যপায়ী প্রাণির অত্যাচারে অতিষ্ট গ্রাম ও পৌর এলাকার মানুষ। গৃহস্তের মুরগি কিংবা হাঁসের খোয়াড়ে সুযোগ বুঝে হানা দিচ্ছে এসব প্রাণি। সুযোগ পেলে মানুষের উপরও ঝাপিয়ে পড়ছে শেয়াল।

প্রকৃতির ভারসাম্য রক্ষাকারি এসব প্রাণি আগে মাঠের গর্তে ও বড় জঙ্গলে থাকলেও সেগুলি অনেকটা উজার হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে মানুষ নতুন করে বসতবাড়ির পাশ ঘেঁষে গড়ে তুলেছেন বিভিন্ন ফলের বাগান। সে কারণে শেয়াল কিংবা বেজি এখন মানুষের বসতির কাছাকাছি বাস করছে বলে জানিয়েছেন বন্যপ্রাণি বিশেষজ্ঞরা।

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর গ্রামের সাহিদা বেগম নামের এক গৃহবধূ জানান, প্রায় ৫ থেকে ৬ বছর আগেও বাড়িতে হাঁস-মুরগি পালন করে নিজেদের খাওয়া ও আত্মীয়-স্বজন আসলে আপায়ন করেও বছর শেষে তা বিক্রি করে সংসারে খুটি-নাটি জিনিসপত্র কেনা হয়েছে। কিন্তু বিগত দুই বছর ধরে শেয়াল ও বেজির উৎপাতে বাড়িতে হাঁস-মুরগি পোষাই দায় হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তানোর পৌর এলাকার জিওল-চাঁদপুর মহল্লার বেশ কয়েকজন বাসিন্দা জানান, প্রায় ৫ বছর আগে তাদের বাড়ির পাশ ঘিষে আমের বাগান তৈরি হয়েছে। এর বহুকাল আগে থেকে বাঁশের ঝাঁড় রয়েছে। সেই বাগানেই শেয়াল ও বেজি আশ্রয় নিয়েছে। বাগানে ও জঙ্গলের মধ্যে বাসা বাধা শেয়াল ও বেজি দিনের বেলাতেও সুযোগ বুঝে বাড়িতে হানা দিচ্ছে। দুই বছরে তাদের প্রায় ৩০ থেকে ৪০টি মুরগি শেয়াল ও বেজি ধরে নিয়ে গেছে।
এমন সমস্যা শুরু তাদেরই নয়, তানোর উপজেলার গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় শেয়াল ও বেজির উৎপাত বেড়েছে। বাড়ির পোষা প্রাণি ধরে নিয়ে যাওয়ার পাশাপাশি শেয়ালের আক্রমনে মানুষও আহত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।

এব্যপারে তানোর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন বলেন, শুধু তানোরে নয়, দেশের বিভিন্ন ঝোপ ও জঙ্গলে রয়েছে অসংখ্য বন্যপ্রাণির বাস। এদের মধ্যে অন্যতম পরিচিত বুনো প্রাণি শেয়াল। আর স্তন্যপায়ী প্রাণি বেজি। এই দুই ধরনের প্রাণি দেখা যায়। তবে, শেয়াল দুই প্রকার দেখা যায়। একটি পাতি শেয়াল, অপরটি খেঁক শেয়াল। পাতি শিয়াল সব ধরনের বনে বাস করতে পারে। বেজিও বিভিন্ন ধরণের হয়ে থাকে বলে এই কর্মকর্তা জানান।

তিনি আরও জানান, গৃহস্থের মুরগি-হাঁস ও ছাগল শিকারের বেশি বদনাম আছে পাতি শেয়ালের। আকারে গৃহপালিত কুকুরের সমান। গায়ের রঙ লালচে বাদামী থেকে বাদামীর সাথে কালচেভাব আছে। লোমশ শরীর। নাকের ডগা কালো। মুখ লম্বাটে সরু। পাতি শেয়াল মাথা থেকে লেজের গোঁড়া পর্যন্ত ৬৮ সেমি হয়। লেজ লোমশ সরল ২৩ সেমি, অগ্র ভাগে কালচে ভাব আছে। দাঁড়ান অবস্থায় উচ্চতা ৩৮ থেকে ৪৩ সেমি। ওজন ৮ থেকে ১১ কেজি। ডা. বেলাল হোসেন বলেন, প্রকৃতিতে এরা বড়জোর ৮ থেকে ৯ বছর বাঁচে।

আর বেজি আকারে বিড়ালের দ্বিগুন ছোট। লেজ লম্বা, মুখ সুছকে ও লম্বা। বিভিন্ন কীটপতঙ্গ ও হাঁস-মুরগির বাচ্চা শিকার করে খেয়ে থাকে। এসব প্রাণি কৃষিতে যেমন উপকার করছে তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে শেয়াল। এছাড়া মরা খেয়ে পাতি শিয়াল দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়ানো থেকে রক্ষা করছে বলে জানান এই কর্মকর্তা। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.