রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৬ am
ডেস্ক রির্পোট : রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারে বসে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছে স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৫)। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন তার পাশে ছিলেন।
ফারজানা গোয়ালন্দের দৌলতদিয়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহ-সভাপতি। সে দৌলতদিয়া সামছু মাস্টারপাড়ার রবিন শেখ ও সখিনা বেগম দম্পতির সন্তান। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও মা গৃহিণী। ৪ বোন দুই ভাইয়ের মধ্যে সে সেজো। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে।
দায়িত্ব পালনকালে তিনি বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, কোভিড-১৯ সচেতনতা ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন।
ফারজানা আক্তার তার প্রতিক্রিয়ায় বলে— তিনি পড়লেখা শিখে ভবিষ্যতে নিজেকে সুনাগরিক ও দেশ সেবার উপযোগী করে গড়ে তুলতে চায়। আজকে যাদের সহযোগিতায় এ বিশাল সম্মান লাভ করলাম তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করা আমাদের সবার দায়িত্ব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কেকেএস প্রদীপ প্রকল্পের কর্মকর্তা রুমা খাতুন, কেকেএস কর্মী মঞ্জুরুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ। সূত্র : যুগান্তর