শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৭ am
সংবাদ বিজ্ঞপ্তি : সাহিত্য-সংস্কৃতি জনগণ চাইলেই দুর্নীতি বন্ধ হতে পারে। আর একারণে নীতির রাজনীতিতে তাদের সম্পৃক্ত হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংস্কৃতিকধারার নেতৃবৃন্দ। ৩০ অক্টোবর বিশেষভাবে অনুষ্ঠিত সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১১৯-এ তারা উপরোক্ত কথা বলেন।
কবি আলতাফ হোসেন রায়হানের সভাপতিত্বে এতে লেখা পাঠ করেন কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বশির উদ্দিন, কবি ওয়াজেদ রানা, মোমিন মেহেদী ও কবি বিমল সাহা প্রমুখ। এতে সঙ্গীত পরিবেশনে অংশ নেন নিপা আহমেদ, বশির উদ্দিন এবং বিমল সাহা।
সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হবে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে সড়সরহসধযধফর@মসধরষ.পড়স. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডা ১২০, ১৮ নভেম্বর ৩৩ তোপখানা রোডস্থ সাউন্ডবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ৫০০ টাকার বই উপহার প্রদান করা হবে। সূত্র : [email protected]