বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
শাকিব খানের হাত ধরে ‘শিকারি’ ছবির মাধ্যমে বাংলাদেশি দর্শকের মন জয় করেছিলেন কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি। এ দেশেও আছে তার অগণিত ভক্ত। এবার তাদের জন্য নতুন খবর হলো, ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন এই টলিউড তারকা।
(১ মার্চ) বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। জানান, রাজ্যের উন্নয়নের স্বার্থেই বিজেপিতে যোগ দিয়েছেন।
গেরুয়া দলের হয়ে শ্রাবন্তী বলেন, ‘আমার নতুন পথচলা শুরু হলো। আমি আপ্লুত, মোদিজি আপনাকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ। সোনার বাংলা গড়ার সঙ্গেই সমগ্র দেশের জন্য কিছু করতে চাই।’
প্রসঙ্গত, ভারতের বিধানসভা নির্বাচনের আগে কলকাতার টলিপাড়ায় তোলপাড় চলছে। রাজনীতিতে আসছেন একাধিক নায়ক-নায়িকা। কিছু দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন পায়েল, ইন্দ্রনীল, হিরণ ও যশ দাশগুপ্ত।
এবার একই পথে হাঁটলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এরআগে তৃণমূলের হয়ে সংসদ সদস্য হয়েছেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান।
সূত্র : হিন্দুস্তান টাইমস