মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৫ pm
নিজস্ব প্রতিবেদক : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচিতে রাজশাহীতে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে নগরীর আলুপট্টি থেকে এক বিশাল র্যা লি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যা লিটি পরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
দুপুরে আরএমপির বিভিন্ন ইউনিট, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল খালেক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভা শুরুর সময় অবহেলিত শিশু, নারী, যুবক ও বৃদ্ধসহ ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। আজকের তানোর