বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০২:১৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভার সিনিয়র কার্যসহকারী অহেদুজ্জামান বাবু করোনা টিকা নিয়েছেন। আজ (২ মার্চ) মঙ্গলবার সকাল ১১টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেভিড-১৯ অর্থ্যাৎ করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা গ্রহন করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোজী আরা খাতুন ও বাবুর বেশ কয়েকজন সহকর্মীবৃন্দ।
এবিষয়ে পৌরসভার সিনিয়র কার্যসহকারী অহেদুজ্জামান বাবু বলেন, কেভিড-১৯ অর্থ্যাৎ করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা আমি গ্রহন করেছি। মহান আল্লাহতায়ালার রহমতে কোন সমস্যা হয়নি। আপনারা নির্বিধায় এ টিকা নিতে পারেন।
উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারী তানোর উপজেলাতে করোনা ভাইরাসের টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহন উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। তারই ধারাবাহিকতাই তানোরে করোনা টিকা কার্যক্রম চলমান রয়েছে। আজকের তানোর