রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১০ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : ‘শিক্ষকের হাত ধরে, শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় জাতীয় শিক্ষক দিবস -২০২২ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮ টায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে নাচোল মহিলা ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শোভাযাত্রা শেষ করা হয়।
এসময় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও উপাধ্যক্ষ আশিস কুমার চক্রবর্তী। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল উপজেলা শাখার সভাপতি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মুল হক ও সাধারণ সম্পাদক সোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত এবার পালন করা হয় দিবসটি। এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষকে এটাই বলা হচ্ছে যে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। শিক্ষাক্ষেত্রে যে কোন পরিবর্তন অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হয়। শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন হয়। আর তখনই শিক্ষার পরিবর্তন ঘটে। আজকের তানোর