মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৯ pm
মো. বকুল হোসেন, তানোর :
শিক্ষকদের হাত ধরেই ‘শিক্ষা ব্যবস্থার রুপান্তর’ শুরু এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে দিবসটি উদযাপিত হয়েছে। আজ (২৭ অক্টোবর) বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের উদ্যোগে জাতীয় শিক্ষক দিবস ২০২২ উদযাপিত হয়। এউপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান সেলী ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোসা. আঞ্জুমানয়ারা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা। এসময় বক্তারা বলেন, প্রথমবারের মতো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে বৃহস্পতিবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের নিয়ে দিবসটি উদযাপিত হওয়ায় মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানায়। এখন থেকে প্রতি বছরই দিবসটি উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা যখন নিগৃহীত ও নির্যাতিত তখন সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। নানামূখী চাপে থাকা শিক্ষকরা যেন নিজেদের একা মনে না করেন, সেজন্যই দিবসটি উদযাপনের উদ্যোগ নেয়া হয়।
সম্প্রতি গেলো ৫ অক্টোবর ছিলো ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তানোরের ন্যায় দেশের সব জেলা-উপজেলায় দিবসটি উদযাপিত হচ্ছে। আগামী বছরগুলোতে ২৭ অক্টোবর শিক্ষক দিবস উদযাপনের পরিকল্পনা আছে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠান প্রধানরা। আজকের তানোর