মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৯ pm
ডেস্ক রির্পোট : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ছয় হাজার হেক্টর জমির ফসল ও এক হাজার মৎস্য ঘের। এই ঝড়ে সারা দেশে নয়জন মারা গেছেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, পূর্বাভাস ছিল অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু তা হয়নি। এটা প্রবল, অতি প্রবল বা সুপার সাইক্লোনে রূপ নেয়নি। ঘোষিত সময়ের অনেক আগে উপকূল অতিক্রম করেছে। রাত ১০টার পর ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করে।
তিনি জানান, ঝড়ের আগে ছয় হাজার ৯২৫টি আশয়কেন্দ্রে ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল। গত মধ্যরাত থেকে তারা বাড়ি ফিরতে শুরু করেন, মঙ্গলবার সকালের মধ্যে সবাই বাড়ি ফিরেছেন।
যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের ঘর তুলতে ঢেউটিন, নগদ টাকা সহায়তা দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সূত্র : দৈনিক বাংলা