শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৪৩ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়েছে।এ লক্ষ্যে ২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় প্রধান অতিথি ২০১৯ সালের ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা সুলতানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ জানান, ‘বয়স যদি ১৮ হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ সেবার আওতায় যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এখনো ভোটার হন নাই তাদেরকে নতুন ভোটার এবং ২০১৯ সালের ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। এছাড়া এনআইডি সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে। আজকের তানোর