রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:১০ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ২৪ অক্টোবর বেলা সাড়ে ১০টায় কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সার্বিক আইন শৃঙ্খলা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, নাচোল থানার অফিসার ইনর্চাজ মিন্টু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান, কসবা ইউপি চেয়ারম্যান গোলাম আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ, নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম।
উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাঈম বলেন, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সর্বস্তরের লোকজনের সহযোগিতা পেলে বিভিন্ন অপরাধ প্রতিরোধ করে নাচোল উপজেলাকে আদর্শ উপজেলা গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলার বাজার গুলোর রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ। উপজেলা সদরে বিশেষ করে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় যানজট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে ব্যবস্থা গুলো বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। আজকের তানোর