মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০৮ pm
মাঠে নৈপুণ্য দেখানো খেলোয়াড়কে আদিকাল থেকেই পুরস্কৃত করার রেওয়াজ রয়েছে। যাতে সতীর্থরা পরবর্তী খেলায় এমন নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জয়ে অবদান রাখতে পারেন সে জন্যই এমন উৎসাহী উদ্যোগ। ম্যাচসেরার পুরস্কার হিসেবে অর্থ উপহার দেয়াই প্রচলিত রীতি। তবে সেই রীতি অনুসরণ না করে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া ক্রিকেটারকে পাঁচ লিটার পেট্রল উপহার দেয়া হয়েছে।
এমন অভিনব ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ ভোপালের একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে। সেখানে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় পাঁচ লিটার পেট্রল।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ টুর্নামেন্ট আয়োজন করেছিলেন স্থানীয় কংগ্রেস নেতা মনোজ শুক্লা। রোববার ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা সালাউদ্দিন আব্বাসিকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হিসেবে দেয়া হয় পাঁচ লিটার পেট্রল। ভারতে পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এমন অভিনব প্রতিবাদ জানানো হয়। সূত্র : যুগান্তর। আজকের তানোর