রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৪ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরকে ‘চেয়ারম্যান’ পদ থেকে তাঁকে অপসারণ করা হয়েছে। রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খখলনজনিত অভিযোগে তাঁকে অপসারণ করা হয়।
গত ১৯ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হলেও রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আদেশের কপিটি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধিত ২০১১এর১৩(১)(খ) ও (গ) ধারায় তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আইরিন স্বাক্ষরিত (১৯/১০/২০২২) তারিখের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খখলনজনিত অভিযোগে নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরকে পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার থেকে নাচোল উপজেলা পরিষদে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। আজকের তানোর