রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৫ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
প্রাণিসম্পদ উন্নয়নে ও বেকারত্ব দূরীকরণের স্বপ্ন দেখাচ্ছে ‘রেনেক্স’

প্রাণিসম্পদ উন্নয়নে ও বেকারত্ব দূরীকরণের স্বপ্ন দেখাচ্ছে ‘রেনেক্স’

ইমরান হোসাইন :
রাজশাহীর তানোর ও মোহনপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলাগুলোতে ‘রেনেক্স এনিম্যাল হেলথ্ লিমিটেড’ নামের এক কোম্পানির নতুন উদ্যোক্তা মানসম্মত পশুখাদ্য কারখানা তৈরি করেছেন। ২০১২ সালের পশুখাদ্য আইন মেনে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। এই কোম্পানির বিভিন্ন প্রডাক্ট বাজারজাতকরণে গৃহপালিত প্রাণিকূল সুস্থ্য ও সবল হয়ে উঠছে।

তথ্যানুসন্ধানেজানা গেছে, রেনেক্স এনিম্যাল হেলথ লিমিটেড নামের কোম্পানি প্রাণিসম্পদ অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করে উন্নতমানের এসব প্রিমিক্স বা পশুখাদ্য বাজারজাত করছেন। মানসম্মত এসব প্রিমিক্স সেবন করে গবাদি পশুহাঁস-মুরগি ইত্যাদি সুস্থ্য ও সবল হয়ে বেড়ে উঠছে। তাই স্থানীয় প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত মাঠকর্মীরা এসব পশুখাদ্য ক্রয়ে গবাদি পশুমালিকদের উদ্বুদ্ধ করছেন।

কোম্পানির সংশ্লিষ্টরা বলছেন, গৃহপালিত প্রাণিকূলের জন্য ভিটামিন মিনারেল (প্রিমিক্স) ও মোটাতাজাকরণের এসবপ্রিমিক্স বা পশুখাদ্য ব্যবহারে অনেকে আর্থিক স্বচ্ছলতায় লাভবান হচ্ছেন। ফলে অনেকে এই প্রতিষ্ঠানটি ব্যাপারে প্রশংসা করছেন। কোম্পানিটি ২০১৭ সালে পরিবেশ ও ফায়ার সার্ভিস অফিস হতে ছাড়পত্র পায়। কোম্পানিটি এমনছাড় পত্র পেয়ে নতুন এই উদ্যোক্তা ইমরান বিশ^াস তানোর পৌর এলাকার মথুরাপুর মহল্লায় মেইন সড়কের পাশে মরহুম ফিরোজ সরকারের ভাড়া বাড়িতে ‘রেনেক্স এনিম্যাল হেলথ্ লিমিটেড’ নামের কারখানা পরিচালিত করছেন। যার নিবন্ধন (লাইন্সেস) নম্বর ডিএল এস-১৩৮।

সরকার নিবন্ধিত ওই কোম্পানির লাইসেন্স নিয়মমতে প্রতিবছর নবায়নকরাও হয়ে থাকে। এমন একজন দক্ষ ও অভিজ্ঞ নতুন উদ্যোক্তার কর্মপরিকল্পনায় কোম্পানিতে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবকের কর্মস্থান হচ্ছে।বর্তমানে প্রায় ২৫ জন যুবক মার্কেটেংয়ের কাজ করছে বলে জানা গেছে। পরিচালক ইমরান বিশ^াস গোল্লাপড়া মহল্লার সাবেক মহানগর ক্লিনিকপাড়ার বাসিন্দা।

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, রেনেক্স এনিম্যাল হেলথ লিমিটেড নামের সরকার অনুমোদিত ২৫টি পশুখাদ্য ৫৫টি প্যাকসাইজে দেশের বিভিন্ন বাজারে বাজারজাতকরণে সরকারি অনুমতি পেয়েছে। আরও ১৫টি প্রডাক্ট অনুমোদনের জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সংশ্লিষ্ট দপ্তরে অবেদন করেছেন। ওই আবেদনপত্রে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাড়াও জেলা ভেটেরিনারী অফিসারগণ সুপারিশ করে মহাপরিচালক দপ্তরে দাখিল করেছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী পশুখাদ্য তৈরীর আধুনিক যন্ত্রপাতি ও কোয়ালিটি কন্ট্রোলল্যাব দ্বারা পশুখাদ্য উৎপাদন করা হচ্ছে। ফলে গত ২০২১ সালে ও চলতি ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারী প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আয়োজনে পশুপাখির ওষুধ ও খাদ্য বিপণন মেলায় সাধারণ পুরস্কার সনদ অর্জন করে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান বিশ্বাস।

এবিষয়ে তানোর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন বলেন, রেনেক্স এনিম্যাল হেলথ্ লিমিটেড কোম্পানি সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি আরও জানান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা ভেটেরিনারী অফিসারগণ লাইন্সেস নবায়নের জন্য চলতি বছরের ২০ সেপ্টেম্বর কারখানাটি সরজমিনে পরিদর্শন পূর্বক নবায়নের জন্য সুপারিশ করে মহাপরিচালক দপ্তরে দাখিল করেছেন বলে জানান এই কর্মকর্তা।

এব্যাপারে জানতে চাইলে রেনেক্স এনিম্যাল হেলথ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমরান বিশ্বাস বলেন, তিনি সরকারি নীতিমালা মোতাবেক কোম্পানি পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি নতুন উদ্যোক্তা হিসেবে দেশের শিক্ষিত বেকারত্ব কর্মসংস্থানে ও প্রাণিসম্পদ উন্নয়নে প্রচেস্টা চালাচ্ছেন বলে জানান।

তিনি আরো বলেন, রাজশাহী ও রংপুরবিভাগ নিয়ে তার প্রডাক্টগুলো বাজারে নিয়ে এসছেন। স্বপ্ন দেখেন হাজারো যুবকের দায়িত্ব নেবেন। বর্তমানে একজন ডিভিএম ডাক্তার রয়েছে। যিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ে ভ্যাটিনারি এ্যন্ড মেডিসিন বিষয়ে ডিগ্রীধারী। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.