মঙ্গবার, ১২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৭ am
এইচএম ফারুক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
আজ (২১ অক্টোবর) শুক্রবার সকাল ৮টায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে ও রাজশাহী লায়ন্স ক্লাবের সহযোগিতায় কামারগাঁ ইউনিয়ন পরিষদ চত্বরে একদল চিকিৎসক দ্বারা অত্র ইউনিয়নের হতদরিদ্র পরিবারের রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও চোঁখে ছানি পড়া রোগীদের বাছাই করা হয়।
উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞার সভাপতিত্বে উক্ত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর লায়ন্স চক্ষু হাসপাতালের প্রেসিডেন্ট ইফতিয়ার মাহমুদ বাবু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওই হাসপাতালের প্রোগ্রাম চেয়ারম্যান আব্দুল মালেক, তানোর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমন্বয়কারী আলিনুর হোসেন সহ অন্যরা। আজকের তানোর