রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৫ am
ডেস্ক রির্পোট : দায়িত্ব গ্রহণের ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। লিজ ট্রাস গত ৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। খবর বিবিসি।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান ট্রাস।
তিনি বলেছেন, ‘নির্বাচিত হয়েও সরকার গঠনে ম্যান্ডেট অর্জন করতে পারিনি। রাজাকে আমার পদত্যাগ করার বিষয়টি জানিয়েছি।’
‘আগামী সপ্তাহের মধ্যে কনজারভেটিভ দলের নেতৃত্ব প্রশ্নে ভোট হবে।’
যুক্তরাজ্যের ইতিহাসে লিজ ট্রাসই সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলালেন।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগ এবং তার উত্তরসূরি নির্বাচন নিয়ে হট্টগোলে নতুন করে চাপে পড়েছিল ট্রাসের প্রধানমন্ত্রীত্ব। বুধবার সন্ধ্যায় ভোট ঘিরে প্রবল ক্ষোভের সৃষ্টি হয় কনজারভেটিভদের মধ্যে।
৪৭ বছর বয়সী ট্রাস পার্লামেন্টে আসেন ২০১০ সালে। চার বছর এমপি পদে থাকার পর মন্ত্রিসভায় স্থান করে নেন ট্রাস। দায়িত্ব পালন করেন ডেভিড ক্যামেরন সরকারের পরিবেশ, খাদ্য এবং গ্রামীণবিষয়ক সচিব হিসেবে।
ট্রাসের পদত্যাগের লেবার পার্টির নেতা কিয়ের স্ট্রামার দ্রুত সাধারণ নির্বচানের দাবি করেছেন। তিনি বলেছেন, কনজারভেটিভ পার্টি জনগণের ম্যান্ডেট হারিয়েছে। সূত্র : দৈনিক বাংলা