রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৭ am

সংবাদ শিরোনাম ::
দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩
মহাদেবপুরে কয়েক কোটি টাকাসহ ৮ সাইবার অপরাধী গ্রেফতার

মহাদেবপুরে কয়েক কোটি টাকাসহ ৮ সাইবার অপরাধী গ্রেফতার

ডেস্ক রির্পোট : নওগাঁর মহাদেবপুরে অনলাইনে অবৈধ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ৮ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে উপজেলার মাতাজিহাট এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার মধ্য রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পত্নীতলা উপজেলার ফহিমপুর গ্রামের রমেন চন্দ্র অধিকারীর ছেলে বাঁধন কুমার ওরফে রকি (২২), মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের ননী গোপাল দেবনাথের ছেলে অন্তর দেবনাথ (২০), আতুরা গ্রামের মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. সাব্বির হোসেন ওরফে মানিক (২০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. নাজমুল হাসান (২০), মো. পিন্টুর ছেলে মো. সাখাওয়াত হোসেন (১৯), মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. শাকিল হোসেন ওরফে রতন (১৯), মো. মন্টু মোল্লার ছেলে মো. মামুন হোসেন (২২) ও বিড়মগ্রাম গ্রামের মো. নাসির আলীর ছেলে মো. নাঈম হোসেন।

র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত আসামিরা ডিজিটাল মাধ্যম বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে ডলার লেনদেনের মাধ্যমে সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পরস্পর সহায়তায় ওই ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা করার উদ্দেশ্যে নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন মেয়ে মানুষের পরিচয় ধারণ করে ডেটিং করেন। এতে তারা বিভিন্ন নামীয় আইডি ব্যবহার করে তাদের নিজ নামীয় ব্যবহৃত মোবাইলের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন করার জন্য বিভিন্ন অ্যাপ ও গ্রুপের মাধ্যমে ডলার গ্রহণ করেন।

প্রাপ্ত ডলার টাকায় রূপান্তরিত করে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা লেনদেন করে ডিজিটাল প্রতারণা করে আসছিলেন। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এ মহাদেবপুর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.