মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৭ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় এক পাবলিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে, ১০টার দিকে তানোর উপজেলার মুন্ডমালা পৌর হলরুমে ‘উগ্রবাদ প্রতিহতকরণে পৌর কাউন্সিলর, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার সশিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিকরণে’ এক পাবলিক মিটিং অনুষ্ঠিত হয়।
এই মিটিংয়ে কাউন্সিলর, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সফিউল আওয়াল। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং এর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন তিনি।
এসময় প্যানেল মেয়র আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, মুন্ডমালা তদন্ত কেন্দ্রর আইসি ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম ও এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সফিউল আওয়াল, কাউন্সিলর আতাউর রহমান, বিএম কলেজের প্রভাষক রেজাউল করিম ও মাওলানা সাদিকুল ইসলাম প্রমুখ। এতে সভা সঞ্চালনায় ছিলেন, মানব কল্যাণ পরিষদের উপজেলা কো-অডিনেটর শহিদুল ইসলাম। আজকের তানোর