বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৭ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন
বেশি ওজন স্থূলতায় ৫৮ শতাংশ নারী বন্ধ্যত্বের শিকার : গবেষণা

বেশি ওজন স্থূলতায় ৫৮ শতাংশ নারী বন্ধ্যত্বের শিকার : গবেষণা

ডেস্ক রির্পোট : বেশি ওজন ও স্থূলতার কারণে রাজশাহীর ৫৮ শতাংশ নারী বন্ধ্যত্বের শিকার হচ্ছেন। বন্ধ্যত্বের শিকার এসব নারীর ৫৫ শতাংশ ২৪ মাসের বেশি সময় ধরে একটানা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করেছেন।

জনস্বাস্থ্যবিষয়ক সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষক দল বন্ধ্যত্বের সেবা দেওয়া রাজশাহীর বিভিন্ন হেলথ্ সেন্টারে চিকিৎসা নিতে আসা ৪৫০ নারীর বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) উপাত্ত পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছেন।

ফ্যাক্টরস অ্যাসেসিয়েটেড উইথ ইনফার্টিলিটি অ্যামং ম্যারিড উইমেন ইন রাজশাহী সিটি শিরোনামের গবেষণাটি সম্প্রতি জার্নাল অব পাবলিক হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট নামের গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডলের তত্ত্বাবধানে বিভাগের একদল শিক্ষার্থী এ গবেষণাটি পরিচালনা করেন।

গবেষণায় নারীদের বন্ধ্যত্বের গুরুত্বপূর্ণ কারণের মধ্যে রয়েছে— বয়স, প্রথম বিবাহের বয়স, গর্ভনিরোধক ব্যবহারের সময়কাল, স্বামীর ডায়াবেটিস এবং মাদকাসক্তি। ৩০ বছরের কিছু কম বা সমান বয়সি নারীদের মধ্যে বন্ধ্যত্বে বেশি আক্রান্তের নমুনা পেয়েছেন গবেষক দল। এ ছাড়া মাত্রাতিরিক্ত ওজন ও স্থূল নারীরা ২ দশমিক ৩৩ গুণ বেশি বন্ধ্যত্বের শিকার হচ্ছেন কম ওজনের নারীদের চেয়ে।

সাত মাসের বেশি বা সমান সময় যারা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করছেন, তাদের চেয়ে দুই বছরের বেশি সময় ধরে যেসব নারী গর্ভনিরোধক ব্যবহার করছেন, তাদের বন্ধ্যত্ব হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেশি। মাদকাসক্ত নয় এমন নারীর স্বামীর চেয়ে যাদের স্বামী মাদকাসক্ত তাদের বন্ধ্যত্ব হওয়ার ঝুঁকি ৫ দশমিক ৫১ গুণ বেশি।

এদিকে গবেষণায় অংশগ্রহণকারীদের ৬৪ দশমিক ৯ শতাংশ নারী গ্রামীণ এলাকায় বসবাস করেন। ৬২ শতাংশ নারীর বয়স ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৮ দশমিক ৬৭ শতাংশ নারীদের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে। গর্ভনিরোধক ব্যবহারের ক্ষেত্রে স্বামীদের বয়স বেশি গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে দেখা গেছে গর্ভনিরোধক ব্যবহারকারী ৬৮ শতাংশ নারীর স্বামীর বয়স ৩০ বছরের বেশি। এ ছাড়া বন্ধ্যত্বের জন্য সেবা নেওয়া ৬৮ শতাংশ নারীর স্বামীর বয়স ৩০ বছরের বেশি এবং মাত্র ৩ দশমিক ১১ শতাংশ নারীর বয়স ২৫ বছরের কম।

গবেষণায় আরও উঠে এসেছে, স্বামীদের বয়স বিবেচনা করলে অধিকাংশ নারীর অল্প বয়সে বিয়ে হয়েছে।

যেখানে দেখা গেছে, ৬১ শতাংশ নারীর ২০ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে। প্রায় ৪৭ শতাংশ নারীর স্বামীর বিয়ের সময় বয়স ছিল ২৫ বছরের কম এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারীর বিয়ের সময় তাদের স্বামীর বয়স ছিল ২৫ থেকে ২৯ বছরের মধ্যে।

গবেষণায় আরও দেখা গেছে, ৩৩ দশমিক ৩ শতাংশ নারী বন্ধ্যত্ব সমস্যায় ভুগছেন যাদের বয়স ২০ বছরের কম এবং ২৭ দশমিক ৭ শতাংশ নারী বন্ধ্যত্বে ভুগছেন যাদের স্বামীর বয়স ২৫ থেকে ২৯ বছর। বন্ধ্যত্বের শিকার নারীদের মধ্যে ২৫ শতাংশরই স্বামী ডায়াবেটিকসে ভুগছেন এবং ১১ শতাংশ মাদকাসক্ত।

অন্যদিকে গবেষণার জন্য নমুনা সংগ্রহের ওই এলাকার শিক্ষার হার প্রায় ৪৩ শতাংশ এবং ৬০ দশমিক ৩৬ শতাংশই কৃষি কাজের সঙ্গে জড়িত। রাজশাহীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টারে সেবা নেওয়া কিছু নারীদের বয়স ১৫-৪৪ বছরের মধ্য এবং তারা ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ওই সেবা কেন্দ্রে গেছেন।

গবেষকরা সন্তান নিতে ইচ্ছুক দম্পতিদের এসব বিষয়ে সজাগ থাকতে বলেছেন, একই সঙ্গে সরকার ও এর সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থাকে বন্ধ্যত্ব সমস্যায় চিহ্নিত কারণগুলো কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছেন।

গবেষণা দলের প্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, দীর্ঘদিন স্থুলতা থাকা ও নারীদের ওজন বেশি থাকার ফলে গর্ভধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এ ছাড়া গর্ভনিরোধক ব্যবহার করার কারণেও গর্ভধারণের ক্ষমতা কমে যাচ্ছে; এভাবে কমতে থাকলে আমাদের দেশে বন্ধ্যত্বের হার বেড়ে যেতে পারে। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.