সমবার, ২৩ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:২৬ am

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
বেশি ওজন স্থূলতায় ৫৮ শতাংশ নারী বন্ধ্যত্বের শিকার : গবেষণা

বেশি ওজন স্থূলতায় ৫৮ শতাংশ নারী বন্ধ্যত্বের শিকার : গবেষণা

ডেস্ক রির্পোট : বেশি ওজন ও স্থূলতার কারণে রাজশাহীর ৫৮ শতাংশ নারী বন্ধ্যত্বের শিকার হচ্ছেন। বন্ধ্যত্বের শিকার এসব নারীর ৫৫ শতাংশ ২৪ মাসের বেশি সময় ধরে একটানা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করেছেন।

জনস্বাস্থ্যবিষয়ক সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষক দল বন্ধ্যত্বের সেবা দেওয়া রাজশাহীর বিভিন্ন হেলথ্ সেন্টারে চিকিৎসা নিতে আসা ৪৫০ নারীর বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) উপাত্ত পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছেন।

ফ্যাক্টরস অ্যাসেসিয়েটেড উইথ ইনফার্টিলিটি অ্যামং ম্যারিড উইমেন ইন রাজশাহী সিটি শিরোনামের গবেষণাটি সম্প্রতি জার্নাল অব পাবলিক হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট নামের গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডলের তত্ত্বাবধানে বিভাগের একদল শিক্ষার্থী এ গবেষণাটি পরিচালনা করেন।

গবেষণায় নারীদের বন্ধ্যত্বের গুরুত্বপূর্ণ কারণের মধ্যে রয়েছে— বয়স, প্রথম বিবাহের বয়স, গর্ভনিরোধক ব্যবহারের সময়কাল, স্বামীর ডায়াবেটিস এবং মাদকাসক্তি। ৩০ বছরের কিছু কম বা সমান বয়সি নারীদের মধ্যে বন্ধ্যত্বে বেশি আক্রান্তের নমুনা পেয়েছেন গবেষক দল। এ ছাড়া মাত্রাতিরিক্ত ওজন ও স্থূল নারীরা ২ দশমিক ৩৩ গুণ বেশি বন্ধ্যত্বের শিকার হচ্ছেন কম ওজনের নারীদের চেয়ে।

সাত মাসের বেশি বা সমান সময় যারা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করছেন, তাদের চেয়ে দুই বছরের বেশি সময় ধরে যেসব নারী গর্ভনিরোধক ব্যবহার করছেন, তাদের বন্ধ্যত্ব হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেশি। মাদকাসক্ত নয় এমন নারীর স্বামীর চেয়ে যাদের স্বামী মাদকাসক্ত তাদের বন্ধ্যত্ব হওয়ার ঝুঁকি ৫ দশমিক ৫১ গুণ বেশি।

এদিকে গবেষণায় অংশগ্রহণকারীদের ৬৪ দশমিক ৯ শতাংশ নারী গ্রামীণ এলাকায় বসবাস করেন। ৬২ শতাংশ নারীর বয়স ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৮ দশমিক ৬৭ শতাংশ নারীদের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে। গর্ভনিরোধক ব্যবহারের ক্ষেত্রে স্বামীদের বয়স বেশি গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে দেখা গেছে গর্ভনিরোধক ব্যবহারকারী ৬৮ শতাংশ নারীর স্বামীর বয়স ৩০ বছরের বেশি। এ ছাড়া বন্ধ্যত্বের জন্য সেবা নেওয়া ৬৮ শতাংশ নারীর স্বামীর বয়স ৩০ বছরের বেশি এবং মাত্র ৩ দশমিক ১১ শতাংশ নারীর বয়স ২৫ বছরের কম।

গবেষণায় আরও উঠে এসেছে, স্বামীদের বয়স বিবেচনা করলে অধিকাংশ নারীর অল্প বয়সে বিয়ে হয়েছে।

যেখানে দেখা গেছে, ৬১ শতাংশ নারীর ২০ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে। প্রায় ৪৭ শতাংশ নারীর স্বামীর বিয়ের সময় বয়স ছিল ২৫ বছরের কম এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারীর বিয়ের সময় তাদের স্বামীর বয়স ছিল ২৫ থেকে ২৯ বছরের মধ্যে।

গবেষণায় আরও দেখা গেছে, ৩৩ দশমিক ৩ শতাংশ নারী বন্ধ্যত্ব সমস্যায় ভুগছেন যাদের বয়স ২০ বছরের কম এবং ২৭ দশমিক ৭ শতাংশ নারী বন্ধ্যত্বে ভুগছেন যাদের স্বামীর বয়স ২৫ থেকে ২৯ বছর। বন্ধ্যত্বের শিকার নারীদের মধ্যে ২৫ শতাংশরই স্বামী ডায়াবেটিকসে ভুগছেন এবং ১১ শতাংশ মাদকাসক্ত।

অন্যদিকে গবেষণার জন্য নমুনা সংগ্রহের ওই এলাকার শিক্ষার হার প্রায় ৪৩ শতাংশ এবং ৬০ দশমিক ৩৬ শতাংশই কৃষি কাজের সঙ্গে জড়িত। রাজশাহীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টারে সেবা নেওয়া কিছু নারীদের বয়স ১৫-৪৪ বছরের মধ্য এবং তারা ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ওই সেবা কেন্দ্রে গেছেন।

গবেষকরা সন্তান নিতে ইচ্ছুক দম্পতিদের এসব বিষয়ে সজাগ থাকতে বলেছেন, একই সঙ্গে সরকার ও এর সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থাকে বন্ধ্যত্ব সমস্যায় চিহ্নিত কারণগুলো কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছেন।

গবেষণা দলের প্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, দীর্ঘদিন স্থুলতা থাকা ও নারীদের ওজন বেশি থাকার ফলে গর্ভধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এ ছাড়া গর্ভনিরোধক ব্যবহার করার কারণেও গর্ভধারণের ক্ষমতা কমে যাচ্ছে; এভাবে কমতে থাকলে আমাদের দেশে বন্ধ্যত্বের হার বেড়ে যেতে পারে। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.