শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৮ am
তানোর প্রতিবেদক : রাজশাহীর তানোরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৮ অক্টোবর মঙ্গলবার ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু ও যুব-ফোবাম, তানোর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিমল জেমসকস্তা ও এপি ম্যানেজার তানোর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর রির্পোর্টাস ক্লাবের সভাপতি ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন নারী, সেই দেশে কন্যা শিশু দিবস ভবিষ্যতে আর করার প্রয়োজন হবে না, কেননা দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে নারীরাই নেতৃত্ব দেবেন। আজকের তানোর